সঠিক উত্তর হচ্ছে: মহাস্থানগড়ে
ব্যাখ্যা: শাহ সুলতান বলখী (ফার্সি: شاه سلطان بلخی)বা শাহ সুলতান বলখী মাহিসাওয়ার একাদশ শতাব্দির মুসলিম ধর্ম প্রচারক[১] তিনি পুণ্ড্রবর্ধন (বর্তমান বগুড়া জেলা) এবং সন্দ্বীপ ইসলাম প্রচার করেছিলেন।\n\nঅন্য এক সূত্রে জানা যায়, ইতিহাসবিদ প্রভাষ চন্দ্র সেন রচিত ‘বগুড়ার ইতিহাস’ (১৯১২ সালে প্রকাশিত) গ্রন্থে উল্লেখ আছে ১০৪৩ সালে (হিজরী ৪৩৯) রাজা নরসিংহ বা পরশুরাম’কে আফগানিস্তান থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক সুফী শাহ সুলতান বালখী যুদ্ধে পরাজিত ও নিহত করেন। \n\nশাহ সুলতান বলখী (ফার্সি: شاه سلطان بلخی)বা শাহ সুলতান বলখী মাহিসাওয়ার একাদশ শতাব্দির মুসলিম ধর্ম প্রচারক[১] তিনি পুণ্ড্রবর্ধন (বর্তমান বগুড়া জেলা) এবং সন্দ্বীপ ইসলাম প্রচার করেছিলেন।\n\nঅন্য এক সূত্রে জানা যায়, ইতিহাসবিদ প্রভাষ চন্দ্র সেন রচিত ‘বগুড়ার ইতিহাস’ (১৯১২ সালে প্রকাশিত) গ্রন্থে উল্লেখ আছে ১০৪৩ সালে (হিজরী ৪৩৯) রাজা নরসিংহ বা পরশুরাম’কে আফগানিস্তান থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক সুফী শাহ সুলতান বালখী যুদ্ধে পরাজিত ও নিহত করেন।