সঠিক উত্তর হচ্ছে: রোম চুক্তি
ব্যাখ্যা: ১ জুলাই, ২০০২ রোম চুক্তি কার্যকর হওয়ার মাধ্যমে ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত বা স্থায়ী সালিশি আদালত যাত্রা শুরু করে। ১৯৯৭ সালের ১৭ জুলাই রোম নীতিমালা গৃহীত হয়। রোম নীতিমালা হল আন্তর্জাতিক ফৌজদারী আদালতের মূল ভিত্তি।এ নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক আদালত গঠনের সিদ্ধান্ত। তবে রোম নীতিমালা কার্যক্রম করতে ১২০টি দেশের স্বীকৃতির প্রয়োজন ছিল।১২০ দেশের স্বীকৃতির পর ২০০২ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত তার কার্যক্রম শুরু করে। (তথ্যসূত্র- আইসিসি ওয়েবসাইট)