সঠিক উত্তর হচ্ছে: বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে
ব্যাখ্যা: প্রশ্ন : বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয়, কারণ-------\n\nউত্তর : বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে\n\nব্যাখ্যা: বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে আর্দ্র বায়ু অধিক জলীয়বাষ্প গ্রহণ করতে পারে না । ফলে ভেজা কাপড় সহজে শুকায় না । অথচ শীতকালে বায়ু শুষ্ক থাকে কাপড় তাড়াতাড়ি শুকায়।