পৃথিবীর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটা অন্ধকারে এবং অন্ধকারের দিকটা সূর্যের দিকে চলে আসে। অন্ধকার স্থানগুলো আলোকিত হওয়ার ফলে ও সকল স্থানে দিন হয় এবং আলোকিত স্থান অন্ধকার হয়ে যায় বলে ঐসব স্থানে রাত হয়। এভাবে পর্যায়ক্রমে দিন এবং রাত্রে সংগঠিত হচ্ছে মূলত আহ্নিক গতির কারণে।