সঠিক উত্তর হচ্ছে: জার্মানি
ব্যাখ্যা: জার্মানির হেরিঞ্জার অঞ্চল পটাসের খনির জন্য বিখ্যাত।১০০ বছরেরও বেশি আগে এখানে প্রথম খনি খনন শুরু হয়। খনি খননের সময় পটাস ও সোডিয়াম ক্লোরাইড একসঙ্গে উত্তোলন করা হয়। প্রতি টন পটাস উত্তোলনে কয়েক টন সোডিয়াম ক্লোরাইড জমা হয়। আর এই সোডিয়াম ক্লোরাইড জমতে জমতে বেশ বড় এক কৃত্রিম পাহাড় তৈরি হয়ে যায় একসময়।এটিই মূলত লবণ পৰ্বত নামে খ্যাত।