নোটোকর্ড হলো প্রাণীদেহে অবস্থিত একটা নরম, নমনীয়, অখণ্ডায়িত, দণ্ডাকার অঙ্গ। ল্যাটিন নোটো (noto) শব্দের অর্থ পৃষ্ঠ । এর সাথে ইংরেজি কর্ড (chord) শব্দটি যুক্ত হয়ে নোটোকর্ড শব্দটি তৈরি হয়েছে।নোটোকর্ড মেরুদণ্ডী প্রাণীর পৃষ্ঠদেশ বরাবর সারা জীবন অথবা শুধুমাত্র ভ্রুণ অবস্থায় বিদ্যমান থাকে। মানবদেহে নটোকর্ড শুধুমাত্র ভ্রুণের বিকাশের সময় পৃষ্ঠদেশ বরাবর বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়।