সঠিক উত্তর হচ্ছে: 500*2^30 bytes information
ব্যাখ্যা: একটি হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা যদি ৫০০ গিগাবাইট হয় তবে এর তথ্যের ধারণ ক্ষমতা হবে ৫০০*২^৩০ বাইট ইনফরমেশন। বাজারে সাধারণ বিভিন্ন ধারণ ক্ষমতার হার্ড ডিস্ক পাওয়া যায়। এর মধ্যে ৫০০ গিগাবাইটের হার্ড ডিস্ক সবচেয়ে বেশি প্রচলিত।।তবে ইদানীং টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট ইত্যাদি হার্ড ডিস্কের ব্যবহার ও দেখা যাচ্ছে।[তথ্যসূত্রঃ কম্পিউটার জগত পত্রিকা ].