নিচের অপশন গুলা দেখুন
- ব্যাতিহার বহুব্রীহি সমাস
- অব্যয়ীভাব সমাস
- কর্মধারয় সমাস
- তৎপুরুষ সমাস
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
যেমন-
বিরুদ্ধ বাদ = প্রতিবাদ;
দিন দিন = প্রতিদিন;
শহরের সাদৃশ = উপশহর;
উপকূল = কূলের সমীপে;
আমরণ = মরণ পর্যন্ত;
যথারীতি = রীতিকে অতিক্রম না করে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।