সঠিক উত্তর হচ্ছে: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ‘Origin and Development of Bengali Language (ODBL)\' (১৯২৬) গ্রন্থে চর্যাপদের ভাষার ব্যাকরণ ও ছন্দের বিচার বিশ্লেষণাত্মক আলোচনা করেন। পাশাপাশি চর্যার কবিদের নাম, পদ্মা নদীর নামের উল্লেখ (ভুসুকুপার ৪৯ নং পদে \'পউয়া খাল\') প্রভৃতি বিষয় নিয়ে গবেষণাধর্মী আলােচনা করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষারই আদি নিদর্শন। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।