সঠিক উত্তর হচ্ছে: ব্যাধিকরণ
ব্যাখ্যা: ব্যাধিকরণ বহুব্রীহি
\n? বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিই যদি বিশেষণ না হয় অর্থাৎ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য হয় [রেলওয়ে হাসপাতালের সহকারী সার্জন: ০৫], তবে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন-
\nকথা সর্বস্ব যার = কথাসর্বস্ব [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৩] \nদুকান কাটা যার = দু কানকাটা \nবোঁটা খসেছে যার = বোঁটাখসা\nআশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ [৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১২; রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১১]\nবীণাপাণি [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩; থানা নির্বাচন অফিসার: ০৪; ১৬তম শিক্ষক নিবন্ধন: ১৯; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৯; ১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৫]