নিচের অপশন গুলা দেখুন
- মৌলিক স্বরধ্বনি
- অক্ষর
- বর্ণ
- যৌগিক ধ্বনি
নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একই বক্ষঃস্পন্দনের\r\n\r\nফলে (By a single breath pulse) যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবার উচ্চারিত হয় তাকে অক্ষর (Syllable) বলে। (এটি একটি সংজ্ঞা। আর এই সংজ্ঞাটি দিয়েছেন ভাষা বিশেষজ্ঞ \'মুহাম্মদ আব্দুল হাই\'।) যেমনঃ \'বন্ধন\' শব্দে \'বন্ + ধন্\' এ দুটো অক্ষর কিন্তু, ব-নৃ-ধ-ন্ এগুলো অক্ষর নয়। এগুলো\r\n\r\nহলো বর্ণ বা হরফ মাত্র।