সঠিক উত্তর হচ্ছে: আসামিকে জরিমানা করা হয়েছে
ব্যাখ্যা: কর্তৃবাচ্যে বিশেষ্য ও করা ক্রিয়ার রূপ থাকলে কর্মবাচ্যে বিশেষণ ও হওয়া ক্রিয়ার রূপ হবে৷
অতএব, বাক্যগুলোর শুদ্ধ রূপ হলো-
যুক্তি খন্ডন হয়েছে, তবে মুক্তি মেলে নি৷
আসামিকে জরিমানা করা হয়েছে৷
তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে৷
সে অপমানিত হয়েছে৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।