সঠিক উত্তর হচ্ছে: স্বপ্ন-স্বপন
ব্যাখ্যা: সঠিক উত্তর স্বপ্ন-স্বপন।\n\nশব্দমধ্যস্থ যুক্তব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটলে যুক্তব্যঞ্জন ভেঙে যায়। এই ঘটনাকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম বলে।\nস্বরভক্তির উদাহরণ বাংলা ভাষায় প্রচুর দেখা যায়। যেমন: কর্ম>করম, ধর্ম>ধরম, বর্ষা>বরষা, স্নান>সিনান, ভক্তি>ভকতি, ত্রুপ > তুরুপ প্রভৃতি। এখন আমরা একটি উদাহরণের ধ্বনি-বিশ্লেষণ করে দেখবো, কী ভাবে স্বরের আগমনের ফলে যুক্ত ব্যঞ্জনের \'ভক্তি\' ঘটছে।\n\n[তথ্যসূত্রঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ]