সঠিক উত্তর হচ্ছে: শুশুক
ব্যাখ্যা: শুশুক বাতাসে নিঃশ্বাস নেয়।\n\nশুশুক ও ডলফিন জাতীয় প্রাণী গুলো পানিতে বাস করলেও মাছের মত ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এরা পানি থেকে ভেসে ওঠে মাথার উপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।