সঠিক উত্তর হচ্ছে: চণ্ডীদাস
ব্যাখ্যা: বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কবি চণ্ডীদাস। সুত্রঃ বাংলা সাহিত্যে ইতিহাস - মাহবুবুল আলম
তবে, ড. সৌমিত্র শেখরের মতে, আদি পদকর্তা বাঙালি কবি জয়দেব। তবে, তা বাংলায় নয়, সংস্কৃত। যাইহোক, এখানে অপশন অনুযায়ী নিঃসন্দেহে চণ্ডীদাস সঠিক উত্তর।