সঠিক উত্তর হচ্ছে: পরা
ব্যাখ্যা: এখানে \'জয়\' শব্দের সাথে সংস্কৃত উপসর্গ \'পরা\' যুক্ত হয় পরাজয় শব্দটি গঠিত হয়েছে এবং জয় শব্দের বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে। সংস্কৃত উপসর্গ ২০ টি। যথা- প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, সু, উৎ, অধি, পরি, প্রতি, উপ, অপি, অভি, অতি, আ ।