সঠিক উত্তর হচ্ছে: কোথাও কেউ নেই
ব্যাখ্যা: নগরজীবনের পটভূমিতেই হুমায়ুন আহমেদের অধিকাংশ উপন্যাস রচিত। যেমনঃ কোথাও কেউ নেই, চৈত্রের দ্বিতীয় দিবস, অপেক্ষা, জয়জয়ন্তী ইত্যাদি। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ অচিনপুর, ফেরা, মধ্যাহ্ন ইত্যাদি।\nমুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুঠে উঠেছে। এই কথার উজ্জ্বল উদাহরণ জোছনা ও জননীর গল্প, ১৯৭১, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, নির্বাসন প্রভৃতি।\n[তথ্যসূত্রঃ সাহিত্যপাঠ (একাদশ ও দ্বাদশ শ্রেণী)]