সঠিক উত্তর হচ্ছে: ৪র্থী তৎপুরুষ
ব্যাখ্যা: ব্যাসবাক্য - স্মৃতি নিমিত্তে মন্দির, এতে পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপ পায়। সাধারণত তরে, জন্য, নিমিত্ত বিভক্তিগুলো লোপ পায়। সংক্ষেপে ; যার জন্য যাকে নির্দিষ্ট করা হয়েছে। যেমন ; আরামের জন্য কেদারা - আরামকেদারা, ডাকের জন্য মাশুল = ডাকমাশুল ইত্যাদি।