সঠিক উত্তর হচ্ছে: সংবাদ মাধ্যম
ব্যাখ্যা: সংবাদ মাধ্যম (News media) বা সংবাদ শিল্প (News industry) বলতে গণমাধ্যমের সেইসব রূপকে বোঝায় যেগুলি সাধারণ জনগণের কাছে বা নির্দিষ্ট শ্রেণীর পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেবার কাজে নিয়োজিত থাকে। এটি দেশের ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে। (তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন ১মপত্র- একাদশ ও দ্বাদশ শ্রেণি)