সঠিক উত্তর হচ্ছে: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
ব্যাখ্যা: ১৯৪৭ সালের ১৪ই অগাস্ট পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই নতুন রাষ্ট্রের দুই খণ্ডের দুই ভিন্ন ভাষা-সংস্কৃতির মানুষদের এক বন্ধনে বেঁধে রাখার কৃত্রিম প্রচেষ্টা শুরম্ন হয়। পাকিস্তানের মুসলমানদের ঐক্যের সূত্র হিসেবে একটি ভাষা প্রতিষ্ঠা করার চেষ্টা হয়। পাকিস্তানের শাসকগোষ্ঠী রাষ্ট্র ভাষা উর্দু করার সিদ্ধান্ত্ম নিলে পূর্ব বাংলার বাঙালিরা তা প্রত্যাখ্যান করে। শিক্ষিত সমাজে প্রতিক্রিয়া প্রবল হয়। ছাত্ররা বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয় এবং আন্দোলন শুরম্ন করে। ভাষা আন্দোলন শুরম্ন হয় ১৯৪৭ সালের ৬ই ডিসেম্বর এবং প্রত্যক্ষ সংগ্রামের রূপ নেয় ১৯৪৮ সালের ১১ই মার্চ। ভাষা-আন্দোলনের বিস্ফোরণ ঘটে ১৯৫২ সালের ২১শে ফেব্রম্নয়ারি। ২১শে ফেব্রুয়ারি একুশ নামে পরিচিত হলো। একুশ পূর্্ব-বাংলার রাজনীতিতে মৌলিক পরিবর্তন ঘটায়। একুশ থেকে সৃষ্টি হয় ২১-দফা। এই ২১-দফা একটি ঐতিহাসিক দলিল। ২১-দফার চারটি দফা (১, ১৬, ১৭ ও ১৮) ছিল ভাষা ও একুশ সংক্রান্ত।