নিচের অপশন গুলা দেখুন
- সধবার একাদশী
- কালের যাত্রা
- রক্তকবরী
- বসন্তকুমারী
রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। রক্তকবরী নয়।
কালের যাত্রা রবীন্দ্রনাথের আরেকটি সাংকেতিক নাটক।
বসন্তকুমারী সৈয়দ মীর মশাররফ হোসেনের নাটক । বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। নাটকটি তিনি নওয়াব আবদুল লতিফকে উৎসর্গ করেন।
কৃষ্ণকুমারী (১৮৬১), মাইকেল মধুসূদন দত্ত রচিত বা্ংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক।
দীনবন্ধু মিত্রের সধবার একাদশী বাংলা গদ্য সাহিত্যের একটি আদি ও উৎকৃষ্ট নিদর্শন।