সঠিক উত্তর হচ্ছে: ম্যারি কুরি
ব্যাখ্যা: নারী হিসেবে প্রথম নোবেল পদক জয়ের গৌরব অর্জন করেন ম্যারি কুরি। শুধু তাই নয় দুইটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে নোবেল পদক পাওয়া একমাত্র নারীও তিনি। কুরি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে প্রথম নারী হিসেবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন।\n\n[তথ্যসূত্রঃ nobelprize.org]