সঠিক উত্তর হচ্ছে: যোগ্যতা
ব্যাখ্যা: বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা।
যেমন- বর্ষার রৌদ্রে প্লাবনের সৃষ্টি হয়।
বাক্যটিতে ভাবগত মিল নেই। এজন্য এটি ভাবপ্রকাশের যোগ্যতা হারিয়েছে।
কারন রৌদ্র প্লাবন সৃষ্টি করে না। বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।