সঠিক উত্তর হচ্ছে: কর্মে শূন্য
ব্যাখ্যা: কর্ম কারক বলতে বোঝায় যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। \"কি\", \"কাকে\" দ্বারা প্রশ্ন করলে উত্তরে কর্ম কারক পাওয়া যায় যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম কারক বলে।\nউদাহরণঃ \nঘোড়া গাড়ি টানে, পুলিশ ডাক ইত্যাদি। \nবিভক্তিঃ প্রথমা বা শূন্য বিভক্তি- একবচন - , -অ, -এ (-য়), -তে, -এতে \n বহুবচন -রা, -এরা, -গুলি (-গুলো), -গণ\n[ততথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]