ব্যাখ্যা: পূর্বপদের শেষে অ /আ ভিন্ন অন্ন স্বর ধ্বনির পর বিসর্গ (র -জাত)থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ র হয়ে যায়। যেমন; নিঃ+উপায়=নিরুপায়। দুঃ+অবস্থা=দুরবস্থা, দুঃ+আশা= দুরাশা ইত্যাদি
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।