সঠিক উত্তর হচ্ছে: মাতৃদুগ্ধের ট্যারিন নামক পদার্থ
ব্যাখ্যা: তথ্যকণিকা \r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━\r\n? শিশুর জন্মের পর এক বছরের মধ্যে সকল টিকা দিতে হবে। \r\n\r\n? বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়- ১৯৭৬ সালে। জাতীয় শিশুনীতি গ্রহীত হয় ১৯৯৪ সালে। \r\n\r\n? ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে মায়ের দুধ ছাড়া অন্য কোন খাবার দেয়া যাবে না এবং কমপক্ষে দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে। ছয় মাস পর অন্যান্য পুষ্টিকর খাদ্য দিতে হবে। \r\n\r\n? মাতৃদুগ্ধ শিশুর গ্লুকোজ ও ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে। \r\n\r\n? মাতৃদুগ্ধের ট্যারিন নামক পদার্থ শিশুর কলা গঠনে সাহায্য করে। \r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━