সঠিক উত্তর হচ্ছে: ৪
ব্যাখ্যা: বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি ৪ টি। সেগুলো হলো- ই, উ, এ ও। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয়না সেগুলোকে অর্ধস্বরধ্বনি বলে। স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায় কিন্তু অর্ধস্বরধ্বনি কোনভাবেই দীর্ঘ করা যায়না। [তথ্যসূত্রঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)]