সঠিক উত্তর হচ্ছে: ব
ব্যাখ্যা: যে সব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাদেরকে ঘোষ ধ্বনি বলে। যেমন-গ, ঘ, ঙ, জ, ঝ। আবার যে সব ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না সে ধ্বনিগুলোকে অল্পপ্রাণ ধ্বনি বলে। যেমনঃ ক, গ, চ, জ, ট। এখন ঘোষ অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ হলোঃ গ, জ, দ,ব ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা]