সঠিক উত্তর হচ্ছে: ৯৩ মিলিয়ন মাইল
ব্যাখ্যা: সূর্য থেকে পৃথিবীর গড় দুরত্ব ৯৩২০৫৬৭৮.৮ মাইল বা ১৪.৯৬ কোটি কি. মি.। সাধারণত এই দুরত্বকে ১৫ কোটি কি.মি ধরা হয়। এই দুরত্বটি জ্যোতিবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ একে ১ নভো একক(1 A.U) বিবেচনা করা হয়।