সঠিক উত্তর হচ্ছে: পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ ও বেশি হয়
ব্যাখ্যা: পুকরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে।\n\nতাই সমুদ্রের পানির ঘনত্ব ও উর্ধ্বমুখী চাপ নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি।\n\nঘনত্ব বেশি হওয়ার কারনে সমুদ্রের পানির প্লবতা নদী বা পুকুরের পানির চেয়ে বেশি। ফলে সমুদ্রের পানিতে সাঁতার কাটার সময় সাঁতারুর শরীরের উপর প্লবতা বেশি হওয়ায় শরীর হালকা বলে মনে হয়।\n\nএ কারনে নদী বা পুকুরের পানির তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ