সঠিক উত্তর হচ্ছে: ধ্বন্যাত্মক
ব্যাখ্যা:
যে–অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকে ধ্বন্যাত্মক অব্যয় বা অনুকার অব্যয় বলে৷
যেমন- বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
শাঁ করে ছুটে গেলো তীরটা৷
ধপ্ করে তাল পড়ল। বাতাসের গতি শনশন৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ