সঠিক উত্তর হচ্ছে: পারকিনসন
ব্যাখ্যা: পারকিনসন হচ্ছে এমন এক শারীরিক অবস্থা যাতে মস্তিষ্ক আক্রান্ত হয়। এটা তখনই হয় যখন মস্তিষ্কের একটি অংশ ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয় এবং সময়ের সাথে এসব স্নায়ু কোষের মৃত্যু হয়। মানুষের মস্তিষ্কে আছে অগণিত বহু স্নায়ু-কোষ। এসব থেকে তৈরি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাসায়নিক উপাদান - ডোপামিন। ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে এই রোগ হয়।