সঠিক উত্তর হচ্ছে: তেজস্ক্রিয়তা
ব্যাখ্যা: অঁতোয়ান অঁরি বেক্যরেল (ফরাসি: Antoine Henri Becquerel; ১৫ই ডিসেম্বর ১৮৫২ - ২৫শে আগস্ট ১৯০৮) একজন ফরাসি পদার্থবিদ। তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তার নামানুসারে তেজস্ক্রিয়তার একটি এককের নাম রাখা হয়েছে বেক্যরেল। তিনি ১৯০২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।