সঠিক উত্তর হচ্ছে: ৫ জন
ব্যাখ্যা: ১২৫ ও ১৪৫ এর গ. সা. গু হলো বালকদের মধ্যে সমানভাবে ভাগ দেওয়া লিচুর সংখ্যা।\n\n এখানে একটু লক্ষ্য করুনঃ\n১৪৫ কে ১২৫ দিয়ে ভাগ করলে এর ভাগশেষ হবে ২০ এবং ভাগফল ১।\nএই ভাগশেষ ২০ দ্বারা ১২৫ কে ভাগ করলে আবার ভাগশেষ হবে ৫ এবং ভাগফল ৬। \nভাগশেষ ৫ দ্বারা ২০ কে ভাগ করলে ভাগফল ৪ ভাগশেষ ০। \n\nসুতরাং ৫ জন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।