সঠিক উত্তর হচ্ছে: এইচ/এইচ বা ওএইচ গ্রুপ অথবা বোম্বে গ্রুপ
ব্যাখ্যা: বোম্বে গ্রুপের রক্ত একটি দুষ্প্রাপ্য রক্তের গ্রুপ যা এইচ/এইচ বা ওএইচ গ্রুপের রক্ত নামেও পরিচিত। বিরল এই রক্তের গ্রুপ প্রথম ধরা পড়ে ১৯৫২ সালে ভারতের মুম্বাইয়ে। এ কারণে এটি বোম্বে গ্রুপের রক্ত নামে পরিচিত। এ পর্যন্ত বাংলাদেশের একজন ব্যক্তির শরীরে বোম্বে গ্রুপের রক্তের সন্ধান পাওয়া গেছে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ কামরুজ্জামানের জন্য দুষ্প্রাপ্য এই বোম্বে গ্রুপের চার ব্যাগ রক্ত আনা হয় ভারতের মুম্বাই থেকে। রক্ত দেয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন কামরুজ্জামান।