সঠিক উত্তর হচ্ছে: রফিক আজাদ
ব্যাখ্যা: রফিক আজাদ (১৯৪২-২০১৬) একজন বিখ্যাত বাঙালী কবি। তিনি ষাটের দশকের অন্যতম বাঙ্গালী কবি হিসেবেও পরিচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহন করেন। চুনিয়া আমার আর্কেডিয়া, অসম্ভবের পায়ে, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, কোনো খেদ নেই, সশস্ত্র সুন্দর, বিরিশিরি পর্ব, হাতুড়ির নিচে জীবন ইত্যাদি তার রচিত কাব্যগ্রন্থ। এই সিড়ি, ভাত দে হারামজাদা তার রচিত বিখ্যাত কবিতা। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]