সঠিক উত্তর হচ্ছে: অন্যোন্য সমীভবন
ব্যাখ্যা: যে সমীভবনে পারস্পরিক প্রভাবে উভয় ব্যঞ্জনের পরিবর্তন ঘটে, তাকে অন্যোন্য সমীভবন বলে। লক্ষ করে দেখুন: ৎ ও স্ বদলে চ্ ও ছ্ হয়ে গেছে। ৎ ও স্ সম্পূর্ণ আলাদা দুটি ব্যঞ্জন, কিন্তু চ্ ও ছ্ একই বর্গের কাছাকাছি দুটি ব্যঞ্জন, এদের উচ্চারণ প্রায় এক। এখানে উভয় ধ্বনির প্রভাবে উভয় ধ্বনির পরিবর্তন ঘটেছে।\n