সঠিক উত্তর হচ্ছে: স্ক্যানার
ব্যাখ্যা: ইনপুট ডিভাইসসমূহ হল: কী বাের্ড, মাউস, লাইট পেন, জয়স্টিক, ডিজিটাইজার, স্ক্যানার, MICR, OCR, OMR, ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা প্রভৃতি। অপরদিকে, আউটপুট ডিভাইসগুলাে হল: মনিটর, প্লটার, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, হেডফোন প্রভৃতি। মডেম, টাচস্ক্রিন, পাঞ্চকার্ড এগুলাে ইনপুট আউট ডিভাইস।