সঠিক উত্তর হচ্ছে: হ্রাস পায়
ব্যাখ্যা: পৃষ্ঠটান হল প্রবাহীর পৃষ্ঠের একটি স্হিতিস্হাপক প্রবণতা, যা তার উপরিতলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে। পৃষ্ঠটানের জন্যই কিছু কীট, যাদের দেহের ঘনত্ব জল অপেক্ষা অনেক বেশি, তারা জলের উপরিতলে ভাসমান থাকতে পারে আর হেঁটে যেতে পারে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়।