সঠিক উত্তর হচ্ছে: প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: প্রমথ চৌধুরী লিখেছিলেন, \'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে। উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। \' ব্যাকরণের নামে রক্ষণশীলতার দুর্গে যাঁরা ভাষার গতিপ্রবাহকে রুদ্ধ করতে চেয়েছিলেন, তাঁদের উদ্দেশেই প্রমথ চৌধুরীর এই উক্তি।\n\nবাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬ খ্রি) কর্তৃক আরেকটি গুরুত্বপূর্ণ পঙক্তি হলো সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।\n\nতথ্যসূত্রঃ পত্রিকা