নিচের অপশন গুলা দেখুন
- কৃষিকাজ
- ব্যাংকিং
- কায়িক শ্রম
- বাণিজ্য
ভৌগোলিক ভাবে গ্রীক সভ্যতা বর্তমানে ইউরোপে অবস্থিত। প্রাচীন গ্রীসে ১৫৮টির মতো নগররাষ্ট্র ছিলো; তবে এথেন্স ও স্পার্টা ছিলো গ্রীক সভ্যতার কেন্দ্রবিন্দু।
প্রাচীন গ্রীসের অধিবাসীরা নিজেদের হেলেনীয় নামে পরিচয় দিত।
প্রাচীন গ্রীসের অর্থনীতির মূল ভিত্তি ছিলো - কায়িক শ্রম তথা দাস প্রথা। ক্রীতদাসরা ছিল এথেন্স ও স্পার্টা সহ প্রাচীন গ্রীসের সকল নগর রাষ্ট্রের কায়িক শ্রমদাতা জনগোষ্ঠী।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণির সমাজ বিজ্ঞান ১ম পত্র বই (উন্মুক্ত)।