সঠিক উত্তর হচ্ছে: পঞ্চনদ
ব্যাখ্যা: পঞ্চ(পাঁচ)নদীর সমাহার =পঞ্চনদ, দ্বিগু সমাসের উদাহরণ। ‘সেতার’ বলতে শুধু তিনটি তারকে বুঝায় না; এটি বিশেষ বাদ্যযন্ত্রকে বুঝায়- যার তিন তার রয়েছে। অর্থাৎ এটি অন্য অর্থে / ভিন্ন পদের অর্থে ব্যবহৃত হয়েছে। তাই এটিকে দ্বিগু সমাসে না করে সংখ্যাবাচক বহুবীহি সমাসের উদাহরন