সঠিক উত্তর হচ্ছে: অনুসর্গ
ব্যাখ্যা: ‘সত্য বই মিথ্যে বলবো না’—এখানে ‘বই’ অনুসর্গ। অনুসর্গ হলো অব্যয়বাচক শব্দ। যেগুলো কখনো স্বাধীন পদরুপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। যেমন - প্রতি, বিনা, সহ, বিহনে, মাঝে, ব্যতীত, বই, জন্য, পর্যন্ত, তবে, পানে প্রভৃতি।