সঠিক উত্তর হচ্ছে: টোকিও
ব্যাখ্যা: ২০২১ সালের ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর প্রতিবেদন অনুসারে বিশ্বে শীর্ষ দশ জনবহুল শহরের তালিকার প্রথমেই রয়েছে টোকিও। এর পর পর্যাক্রমে রয়েছে দিল্লি, সাংহাই, সাও পাওলো, মেক্সিকো সিটি, কায়রো, ঢাকা, মুম্বাই, বেইজিং, ওসাকা।\n২০১৯ সালের বিশ্বে ২য় সবচেয়ে জনবহুল শহর হচ্ছে ভারতের দিল্লি যার জনসংখ্যা প্রায়ঃ 29,399,141\n\nএই তালিকায় বাংলাদেশের অবস্থান ৭ম যার জনসংখ্যা প্রায়ঃ 20,283,552\n\nতথ্যসুত্রঃ World City Populations 2019