সঠিক উত্তর হচ্ছে: Famine and poverty
ব্যাখ্যা: ? অমর্ত্য সেন
\n\n? জন্ম: ১৯৩৩ সালে পশ্চিমবঙ্গে। পৈতৃক নিবাস মানিকগঞ্জ।
\n\n? গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
\n? তিনি দুর্ভিক্ষ, মানব উন্নয়নতত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদরিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অব সুইডেন পুরস্কার (যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন।
\n\n? তিনি অর্থনীতিতে নোবেল বিজয়ী ‘প্রথম এশীয়’, উপমহাদেশে ষষ্ঠ, এশিয়ার ২২তম এবং দ্বিতীয় ভারতীয় নোবেল বিজয়ী।
\n\n? তিনি জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য ‘মানব উন্নয়ন সূচক’ আবিষ্কার করেন। তিনিই প্রথম যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ‘ন্যাশনাল হিউম্যানিটি মেডেল’ পান।
\n\n? তার বিখ্যাত গ্রন্থ’: ‘Poverty and Famine’, ‘The Idea of Justice’, ‘Identity and Violence: The illusion of destiny’