সঠিক উত্তর হচ্ছে: মেহেরপুর
ব্যাখ্যা: দীনবন্ধু মিত্র রচিত ‘নীলদর্পণ’ নাটকে বাংলাদেশের মেহেরপুর জেলার সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। কীভাবে কৃষক গোলকমাধবের পরিবার নীলকর অত্যাচারে ধ্বংস হয়ে গেল এবং সাধুচরণের কন্যা ক্ষেত্রমণির মৃত্যু হল, তার এক মর্মস্পর্শী চিত্র অঙ্কিত হয়েছে এই নাটকে।
এই নাটকের অন্যতম বৈশিষ্ট হলো আঞ্চলিক ভাষার সাবলিল প্রয়োগ।
[সূত্রঃ Hello BCS লেকচার]