সঠিক উত্তর হচ্ছে: সংবাদ প্রভাকর
ব্যাখ্যা: ‘সংবাদ প্রভাকর\' ১৮৩১ সালের ২৮ জানুয়ারি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। ১৮৩৬ সালে সাপ্তাহিক তিন সংখ্যা হিসেবে আবার প্রকাশিত হতে থাকে। জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ১৮৩৯ সালের ১৪ জুন ‘সংবাদ প্রভাকর\' দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।