সঠিক উত্তর হচ্ছে:
ব্যাখ্যা: রোহিঙ্গা প্রত্যাবসনে চুক্তি\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\n? প্রথম চুক্তি— ১৯৭৮ সালের ৯ জুলাই স্বাক্ষরিত হয় যার অধীনে ১,৮৭,২৫০ জন রোহিঙ্গা ছয় মাসের মধ্যে ফেরত যায়।\r\n\r\n? দ্বিতীয় চুক্তি— ১৯৯২ সালের ২৮ এপ্রিল স্বাক্ষরিত হয় যার অধীনে ২,৩৬,৫৯৯ জন মিয়ানমারে ফেরত যায়। \r\n\r\n? তৃতীয় চুক্তি— ২০১৭ সালের ২৩ নভেম্বর স্বাক্ষরিত হয়। চুক্তিটির আনুষ্ঠানিক নাম ‘Arrangement on Return of Displaced Persons from Rakhaine State.\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆