তিতুমির
শিশুকালে তিতুমীরের একবার কঠিন অসুখ হয়। রোগ সারানোর জন্য তাকে দেওয়া হয় ভীষণ তেতো ওষুধ। এমন তেতো ওষুধ শিশু তো দূরের কথা, বুড়োরাও মুখে নেবেন না। অথচ এই ছোট্ট শিশু বেশ খুশিতেই সেই ওষুধ খায়। প্রায় দশ-বারো দিন সেই তেতো ওষুধ খায় সে। বাড়ির লোকজন সবাই অবাক। এ কেমন শিশু, তেতো খেতে তার আনন্দ। এ জন্য তাঁর ডাকনাম রাখা হলো তেতো।