নিচের অপশন গুলা দেখুন
- পল্লী সমাজ
- পথের দাবী
- গৃহদাহ
- শ্রীকান্ত
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক পটভূমিতে রচিত উপন্যাস - \'\'পথের দাবী\'\'।
- এটি ১৯২৬ সালে প্রকাশিত। তার আগে \'বঙ্গবাণী\' পত্রিকায় প্রকাশিত হয়।
- উল্লেখযোগ্য চরিত্র - ভারতী, সব্যসাচী ওরফে ডাক্তার সাহেব।
- বিপ্লবীদের সমর্থন করার অভিযোগে ব্রিটিশ সরকার উপন্যাসটি বাজেয়াপ্ত করেছিলো।
------------------------
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলীর আরো কিছু চরিত্র:
- রমেশ ও রমা - পল্লীসমাজ উপন্যাসের চরিত্র।
- সতীশ ও কিরণময়ী - চরিত্রহীন উপন্যাসের চরিত্র।
- অচলা, সুরেশ ও মহিম - গৃহদাহ উপন্যাসের রচিত্র।
- নরেন ও রমা - দত্তা উপন্যাসের চরিত্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।